ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে আহত

প্রকাশিত : ১৪:০৫, ২৯ জুন ২০১৯

বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে আহত হয়েছেন। শুক্রবার বিকালে বাগেরহাট সদর উপজেলার ফতেপুর মাদরাসা বাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের আব্দুল হাকিম শেখের স্ত্রী জামিলা বেগম (৪৭) এবং তার ছেলে জিহাদ শেখ (১৪)। অবস্থার অবনতি হলে শনিবার সকালে আহত জামিলা বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে চিকিৎসাধীন জামিলা বেগম জানান, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার বিকালে মাদরাসা বাজারে তার ছেলে জিহাদকে একা পেয়ে একই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে রবিউল ইসলাম পাপ্পু (৪২), সাইফুল ইসলাম নাতু (৪৫), দেলোয়ার (৫০) এবং এনাজ উদ্দিনের ছেলে দেলোয়ার শেখ (৪২) মারধর করেণ। খবর পেয়ে জামিলা এগিয়ে আসলে তারা তাকেও বেধড়ক মারধর করা হয়। 

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, ‘একটি মারপিটের ঘটনা শুনেছি। আহতরা অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি