ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সাতক্ষীরায় সড়কে প্রাণ গেল শিশুর

প্রকাশিত : ১৬:৩৬, ২৯ জুন ২০১৯

সাতক্ষীরার দেবহাটা উপজেলার গাজীরহাটে মাহেন্দ্র’র ধাক্কায় নাসিমা খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের গাজীরহাট মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু সুশীলগাথী গ্রামের আব্দুর রহমানের কন্যা। এ ঘটনায় ঘাতক চালককে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ উপজেলার নলতা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি মাহেন্দ্র গাজীরহাট অগ্রনী ব্যাংক সংলগ্ন এলাকায় শিশুটি রাস্তা পার হওয়ার সময় তাকে ধাক্কা দেয়। এতে শিশু নাসিমা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে সখিপুর হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতোমধ্যে মাহেন্দ্র চালক পারুলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আয়ুব হোসেন (৩৮) কে আটক করা হয়েছে।

এমএস/কেআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি