ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সাতক্ষীরায় পৃথক বজ্রপাতে গৃহবধূর মৃত্যু,আহত ১

প্রকাশিত : ২০:৪০, ২৯ জুন ২০১৯

সাতক্ষীরার বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। অপর দিকে পৃথক স্থানে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছে। শনিবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা ও বলাডাঙ্গা গ্রামে এ ঘটনা দুটি ঘটে। নিহত গৃহবধূর নাম বৈষ্টমী সরকার (৪০)। তিনি সদর উপজেলার খেজুরডাঙ্গা গ্রামের অনিমেষ সরকারের স্ত্রী।

এদিকে,আহত গৃহবধূর নাম জেসমিন নাহার (৩৫)। তিনি একই উপজেলার বলাডাঙ্গা গ্রামের কামরুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, বিকালে বৃষ্টির সময় সদর উপজেলার খেজুরডাঙ্গা গ্রামের বৈষ্টমী সরকার বাড়ির পাশে বিলে ঘাস কাটছিলেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে, একই সময়ে বলাডাঙ্গা গ্রামের জেসমিন নাহার ঝড়-বৃষ্টির মধ্যে ঘরের বাইরে গৃহস্থলির কাজ করছিলেন এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছেন। তার অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কেআই/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি