ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

 ইবি’র শিক্ষক নিয়োগে ঘুষ লেনদেনের অডিও ফাঁস (ভিডিও)

প্রকাশিত : ২০:৩৩, ৩০ জুন ২০১৯

Ekushey Television Ltd.

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আবারও শিক্ষক নিয়োগে বাণিজ্যের অভিযোগ উঠেছে। এবার পছন্দের প্রার্থীকে নিয়োগ পাইয়ে দিতে দুই শিক্ষকের বিরুদ্ধে ১৮ লাখ টাকা ঘুষ লেন-দেন সংক্রান্ত ফোনালাপের একটি অডিও ক্লিপ ফাঁস  হয়েছে। যা গোটা ক্যাম্পাস জুড়ে তোলাপড় সৃষ্টি করেছে।

 সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষ। ওই বিভাগের সহকারী অধ্যাপক ড. রুহুল আমিন ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এসএম আবদুর রহিম এক প্রার্থীকে নিয়োগ পাইয়ে দিতে তার সঙ্গে ১৮ লাখ টাকার চুক্তি করেন। তাদের মধ্যকার ফোনালাপের একটি অডিও ক্লিপ ফাঁস হলে এ তথ্য বেরিয়ে আসে।

এ ফোনালাপ ফাঁসের পর বিশ^বিদ্যালয়ের সব মহলে তোলপাড় সৃষ্টি হয়। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। ক্ষোভে ফুঁসছেন সাধারণ শিক্ষার্থীরাও।

এই সহকারী অধ্যাপক ড. রুহুল আমিন এর আগেও নিয়োগ বাণিজ্যে জড়িয়ে পড়ে সাময়িক বরখাস্ত হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা এই অনৈতিক কর্মকান্ড বন্ধে কঠোর পদক্ষেপ দাবি করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ইতিমধ্যে ওই দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটিও করা হচ্ছে।

গত সাড়ে ৩ বছরে নিয়োগ বাণিজ্যের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ১৯ জন শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও থামছে না দুর্নীতির পাগলা ঘোড়া।

 

 আরআইবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি