ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে দুই সন্তানের মা’কে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ১৭:৫৯, ১ জুলাই ২০১৯ | আপডেট: ১৮:০৬, ১ জুলাই ২০১৯

রাজশাহীর পুঠিয়ায় এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুঠিয়া থানার ওসি শাকিল আহমেদ। নিহত নারীর নাম কারিমা (৪০)। তিনি পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়নের লেফপাড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। 

ওসি শাকিল আহমেদ বলেন, গভীর রাতে কারিমাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পরে তার চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে পুঠিয়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তিনি মারা যান। সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তার মুখে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে।

শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বুলবুল বলেন, দুই সন্তানের জননী কারিমা ছোট ছেলে নিয়ে বাড়িতে থাকতেন। বড় ছেলে কাজের সুবাধে এলাকার বাহিরে থাকে। আর দুই বছর আগে এলাকায় একটি খুনের ঘটনার পর থেকে তার স্বামী শফিকুল এলাকা ছেড়ে পালিয়ে যায়। ওই খুনের মামলা সে আসামী না হলেও সে আর এলাকায় আসেনি।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি