ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নবাবগঞ্জ ও দোহারে রথযাত্রা অনুষ্ঠিত

প্রকাশিত : ১৯:৪২, ৪ জুলাই ২০১৯

ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলায় সনাতন ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে নবাবগঞ্জের কলাকোপা পোদ্দার বাড়ি রথখোলায় রথে মুর্তি প্রতিষ্ঠা করা হয়।

দুপুর দেড়টায় উপস্থিত ভক্ত ও পূণ্যার্থীরা রথের রশি টেনে উৎসবের সূচনা করেন। উৎসবকে ঘিরে বসে গ্রাম্য মেলা।

এছাড়া নবাবগঞ্জের যন্ত্রাইলের গোল্লা গোবিন্দপুর, চন্দ্রখোলা, বান্দুরা, বর্ধনপাড়ায় রথযাত্রা উৎসব পালন করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

অন্যদিকে, দোহারের জয়পাড়ায় জগৎবন্ধুর আঙ্গিনা থেকে রথযাত্রার সূচনা হয়। পরে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লটাখোলায় এসে শেষ হয়।

এমএস/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি