ভুয়া এমএলএম কোম্পানির ৩২ সদস্য গ্রেফতার
প্রকাশিত : ১৯:৫১, ৪ জুলাই ২০১৯
গাজীপুরের টঙ্গীর মধুমিতা এলাকায় অভিযান চালিয়ে লাইফওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নামে ভুয়া মাল্টি লেভেল মার্কেটিং বা বহু ধাপ বিপণন পদ্ধতি (এমএলএম) কোম্পানির সংঘবদ্ধ প্রতারক চক্রের ২৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। এ সময় ৭০ জন ভুক্তভোগীকে উদ্ধার ও বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়।
র্যাব-১১’র অপারেশন অফিসার জসিম উদ্দিন চৌধুরী জানান, ভুয়া এই এমএলএম কোম্পানি মাসিক ১৬ হাজার বা তার অধিক টাকা বেতনের প্রতিশ্রুতি প্রদান করে তিনটি ভিন্ন প্যাকেজে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে যথাক্রমে ২৭ হাজার ১০০, ৩৭ হাজার ১০০ ও ৪৭ হাজার ১০০ টাকা হাতিয়ে নেয়। প্রশিক্ষণের নামে সপ্তাহখানেক কালক্ষেপণ করে প্রত্যেককে নতুন দুজন সদস্য সংগ্রহের শর্ত প্রদান করে। নতুন সদস্য সংগ্রহ করে দিলে সংগৃহীত টাকার সামান্য কমিশন প্রদান করে। নতুন সদস্য দিতে না পারলে ভয়ভীতি প্রদর্শন করে খালি স্ট্যাম্প ও আপসনামায় জোরপূর্বক স্বাক্ষর নিয়ে প্রতারিত করা হয়। এতে প্রতিবাদ করলে তাদের উপর শারীরিক নির্যাতনও করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান এ র্যাব কর্মকর্তা।
এমএস/
আরও পড়ুন