ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৌলভীবাজারে আন্তজেলা ডাকাত দলের তিনসদস্য আটক

প্রকাশিত : ১২:৩৮, ৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের শ্রীমঙ্গল খেকে আন্তজেলা ডাকাত দলের তিনসদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি রামদা, একটি দেশীয় পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাত ১১টায় শ্রীমঙ্গল থানায় এক প্রেস বিফিংয়ে ওসি তদন্ত সোহেল রানা বলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানার দক্ষিণ উত্তরসুরের রেল ব্রীজ সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজনের সহায়তায় ৩ ডাকাতকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- চাঁদপুরের সাদেক গাজীর ছেলে মো. খোকন গাজী (৪৫), মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মৃত ফিরোজ মিয়ার ছেলে মো. ছোবহান মিয়া (৪০) এবং হবিগঞ্জের চুনারঘাট উপজেলার মো. জহুর আলীর ছেলে মো. সুজন মিয়া (২৮)।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক বলেন, আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের মামলা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি