ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রংপুরে ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রকাশিত : ১৩:০৯, ৫ জুলাই ২০১৯

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সংলগ্ন চকবাজার এলাকার একটি ছাত্রাবাস থেকে কৃষ্ণ চন্দ্র (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ভর্তিইচ্ছুক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় চকবাজার এলাকায় ‘ছায়ানীড়’ নামে নিজ ছাত্রাবাস থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকোনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কৃষ্ণ চন্দ্র লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বালাপুকুর এলাকার অনীল চন্দ্রের ছেলে।

ওসি শেখ রোকোনুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হয়েছে। ময়নাতদন্ত ও পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

প্রসঙ্গত, কৃষ্ণ চন্দ্র বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী হিসেবে ছায়ানীড় ছাত্রাবাসে বেশ কয়েকমাস যাবত অবস্থান করছিল। গত বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেও কোথাও উত্তীর্ণ হয়নি। এ বছরও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ছিল সে। রংপুরে চকবাজারের ওই মেসে থেকে ভর্তি প্রস্তুতি ও টিউশনি করাতেন কৃষ্ণ চন্দ্র।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি