নড়াইলে চিকিৎসাধীন কলেজছাত্রের ওপর হামলা, আহত ৫
প্রকাশিত : ১৬:২০, ৫ জুলাই ২০১৯
নড়াইলে কলেজছাত্র নাছির উদ্দিনকে একদফা মারধরের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবার তার ওপর হামলা চালিয়েছে কাপড়ের দোকানদার ও তার সহযোগীরা।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে নড়াইল সদর হাসপাতালের দ্বিতীয় তলায় এ হামলার ঘটনা ঘটে।
এ সময় ঠেকাতে গিয়ে আহত হয়েছেন-হাসপাতালের নার্স অনিমা মল্লিক, আহত কলেজ ছাত্রের মা রিনা বেগম, বোন টেকলি খানম ও মামা নাঈম মিয়া। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
হাসপাতালের নার্স ও আহত কলেজছাত্রের পরিবারের সদস্যরা জানান, নড়াইলের লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের শিক্ষক আনোয়ারুল ইসলামের ছেলে ও লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের স্নাতক শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র নাছির উদ্দিন গতকাল বৃহস্পতিবার বিকালে লোহাগড়া বাজারের তালহা ফ্যাশনে টি-শার্ট কিনতে যান।
এ সময় কাপড়ের দোকানদার শামীমের সাথে দর কষাকষি নিয়ে বাকবিতন্ডা হয় নাছিরের। পরে কথা কাটাকটির এক পর্যায়ে নাছিরকে বেধড়ক মারধর করে শামীম। পরে মারধরের শিকার নাছিরকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানেও হামলা চালায় কাপড়ের দোকানদার শামীমসহ তার লোকজন। পরে তারা পালিয়ে যায়।
এ ব্যাপারে নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম জানান, হামলার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
এনএম
আরও পড়ুন