ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

প্রকাশিত : ১০:০৯, ৬ জুলাই ২০১৯ | আপডেট: ১০:২৬, ৬ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।

শনিবার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের উপজেলার নলকা কাসেম মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানার ওসি শহিদ আলম জানান, শনিবার সকাল সাড়ে ৮টা দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ১টি মিনি ট্রাক এই মহাসড়কের কাশেম মোড়ে পৌঁছলে একই দিক গামী আরেকটি ট্রাক পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই উভয় পরিবহনের ৬০ ও ৬৫ বছরের অজ্ঞাত ২ ব্যক্তি মারা যায় এবং আহত হয় আরও ৩ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি