ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত : ১৬:০১, ৬ জুলাই ২০১৯

নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস (বিসিএস সেবা) চালুসহ ৪ দফা দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

শনিবার সকালে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে স্থপিত বরিশাল নার্সিং কলেজ চত্ত্বরে ক্লাস-পরীক্ষা ও পেশাগত দায়িত্ব বর্জন করে বিক্ষোভ করেন তারা।  

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘বর্তমানে নার্সিং শিক্ষার্থীদের ৬ হাজার ইন্টার্ন ভাতা দেওয়া হচ্ছে। যা যুগের সাথে অসঙ্গতিপূর্ন। অবিলম্বে ইন্টার্ন ফি ২০ হাজার টাকায় উন্নিত করতে হবে।’

একই সঙ্গে স্টাইপেন্ড ২ হাজার টাকা থেকে ৫ হাজার টাকায় উন্নিত করা। সকল নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্রাকটিস নার্স পদ সৃষ্টি ও পূরণ করা এবং নতুন পাঠ্যক্রম সংশোধন না করা পর্যন্ত পূর্বের পাঠ্যক্রম বহাল রাখার দাবি জানানো হয়।

দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা ও পেশাগত দায়িত্ব বর্জন করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

এমএস/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি