ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ২

প্রকাশিত : ০৯:২২, ৭ জুলাই ২০১৯ | আপডেট: ১৪:০৫, ৭ জুলাই ২০১৯

গাজীপুরের দক্ষিণ খান এলাকায় মৈত্রী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আরও অন্তত ২ জন আহত হন। রোববার ভোর পাঁচটায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত দুই জন ওই ট্রাকের চালক ও তার সহকারী। তবে তাদের নাম জানাতে পারেনি পুলিশ।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, ঢাকা উত্তরবঙ্গ ও জয়দেবপুর রেল লাইনের দক্ষিণ থানা এলাকায় এ ঘটনা ঘটে। খালি একটি ট্রাক রেল ক্রসিং অতিক্রম করার সময় মৈত্রী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি রাস্তায় উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে হেলপার নিহত হন। আহত তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি