ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বরিশালে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে হরতাল

প্রকাশিত : ১১:৫৩, ৭ জুলাই ২০১৯

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রোববার সিপিবিসহ বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধ দিবসের হরতাল সারাদেশে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। বরিশাল সকালে নগরীতে হরতাল সমর্থকরা মিছিল বের করেন। এর আগে ভোর ছয়টা থেকে জেলখানা মোড় হয়ে কাকলী সিনেমা হলের মোড় পর্যন্ত হরতাল সমর্থকদের উপস্থিতি দেখা যায়।

এ সময় হরতাল সমর্থকরা গাড়ি চলাচলে বাঁধা দিলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়।

নগরীতে ঘুরে দেখা যায়, হরতালের কারণে জনজীবনে তেমন একটা প্রভাব পড়েনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীর গণপরিবহন, সরকারী, বেসরকারী দপ্তর, ব্যাংকিং কার্যক্রমসহ সকল দাপ্তরিক কাজ স্বাভাবিকভাবে চলছে। নগরীর দুইটি বাস টার্মিণাল থেকে ছেড়েছে অভ্যন্তরীন ও দূরপাল্লার যানবাহন।

এমএস/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি