ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সাভারে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রকাশিত : ১৭:১৫, ৭ জুলাই ২০১৯

রাজধানী ঢাকার উপকন্ঠ সাভারে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম হোসেন মিয়া (১৭) কোন্ডা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। রোববার দুপুরে সাভারের বনগাঁও ইউনিয়নের নগরকোন্ডা নয়ানগর এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশ জানায়, রোববার দুপুরে নিজ বাড়ির একটি কক্ষে কোন্ডা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী হোসেন মিয়ার ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেন।

সাভার মডেল থানার ওসি (অপারেশন) জাকারিয়া হোসেন বলেন, শিক্ষার্থী নিহতের ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে, তবে ময়না তদন্তের ফলাফল পাওয়ার পরই প্রকৃত ঘটনা জানা যাবে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি