ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ী সরকারী কলেজে বঙ্গবন্ধুর নামে ছাত্রাবাসের উদ্বোধন

প্রকাশিত : ২৩:৪৬, ৭ জুলাই ২০১৯

রাজবাড়ী সরকারি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ১৩২ আসন বিশিষ্ট বঙ্গবন্ধু ছাত্রাবাসের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১১টায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে কলেজের খেলার মাঠ সংলগ্ন স্থানে পাঁচতলা বিশিষ্ট এ ভবনের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

পরে নবনির্মিত ছাত্রাবাসের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদের সম্পাদক মো. আক্তার হোসেন, সাবেক সম্পাদক সরোয়ার মোর্শেদ খান স্বপন, মো. নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন প্রমুখ।

ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম রফিক কনস্ট্রাকশন কোম্পানি প্রাইভেট লিমিটেড ৪ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার ৬৭০ টাকা ব্যয়ে ৫ তলা বিশিষ্ট ভবনটি নির্মাণ করেন।

এতে ১২৮টি সাধারণ ও ৪টি প্রতিবন্ধী ছাত্রের আসন রয়েছে। কলেজ কর্তৃপক্ষ নবনির্মিত ছাত্রাবাসের ৬ হাজার ৩০০ টাকায় প্রতি আসনের ভর্তি ফি নির্ধারণ করেছেন।

আবেদনকৃত শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা শেষে চলতি মাসের ১৫ থেকে ২০ জুলাইয়ের মধ্যে সিট বন্টন করা হবে।

আই/কেআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি