ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটে ট্রাক চাপায় ২ জন নিহত

প্রকাশিত : ১২:২৬, ৮ জুলাই ২০১৯

বাগেরহাট জেলার ফকিরহাটে গরু বোঝাই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে রাব্বি শেখ (২০) ও জাহাঙ্গীর হোসেন (৪২) নামে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন পথচারি।

সোমবার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার আট্টাকী বিশ্বরোডের মোড়ে এই দূর্ঘটনা ঘটে। আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রাব্বি শেখ ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের হোসেন শেখের ছেলে ও সৈয়দমহল্লা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন। তবে আহতদের নাম পরিচয় পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

ফকিরহাট থানার ওসি মো. আবু জিহাদ বলেন, সোমবার সকাল সাড়ে আটটার দিকে মোল্লারহাট থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা গরু বোঝাই ট্রাকটি ঘটনাস্থলে বাইসাইকেল আরোহী রাব্বিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এসময় পাশে দাঁড়িয়ে থাকা আরও চারজন আহত হয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়।

আহতদের উদ্ধার করে প্রথমে ফকিরহাট হাসপাতালে ও পরে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এই আহতদের মধ্যে জাহাঙ্গীর হোসেন নামে একজন মারা যায়। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

এএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি