ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যমুনার ভাঙ্গনে বিপর্যস্ত সিরাজগঞ্জের সাড়ে ৩ কি.মি. এলাকা (ভিডিও)

প্রকাশিত : ১৬:১৩, ৮ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের কাজীপুরে সাড়ে ৩ কিলোমিটার এলাকা এখন যমুনার ভাঙ্গনে বিপর্যস্ত। এরইমধ্যে নদীতে বিলীন শতাধিক বাড়ি-ঘর, শত-শত একর ফসলি জমি। ভাঙ্গনের তীব্রতা বাড়ায় এলাকাজুড়ে দেখা দিয়েছে আতংক।

উজান থেকে নেমে আসা বন্যার পানি বেড়েছে যমুনায়। মাসখানেক ধরে বাড়তি পানির চাপে ভাঙছে নদীর পাড়। কাজিপুরের নদী তীরবর্তী পাটাগ্রাম, শুভগাছাসহ ৫টি গ্রাম স্রোতে বিলীন হতে বসেছে। গত কয়েক দিনে নদীতে বিলীন হয়েছে শতাধিক বাড়ি-ঘর, শত শত একর আবাদি জমি।

যমুনার গ্রাস এড়াতে ঘরবাড়ি, আসবাবপত্র, গবাদিপশু নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে স্থানীয়রা।

এলাকার বাঁধটিও ভাঙনের মুখে। আবাদী জমিও রক্ষা না পাওয়ায় কাঁচা পাটই কেটে নিতে বাধ্য হচ্ছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

তবে ভাঙ্গন ঠেকাতে শিগগিরই ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি