গাজীপুরে কোটি টাকার বৈদ্যুতিক তার উদ্ধার, গ্রেফতার ৩
প্রকাশিত : ২০:৩০, ৮ জুলাই ২০১৯
গাজীপুর সদর থেকে পল্লী বিদ্যুৎ-এর চোরাইকৃত প্রায় কোটি টাকা মূল্যের তারসহ ৩ চোরাকারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১। সোমবার দুপুরে উপজেলার মেম্বারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত তার উদ্ধার করে তিন চোরাকারবারীকে র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পে নেওয়া হয়েছে।
র্যাব জানায়,গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর তথ্য মতে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে এসব তার উদ্ধার করা হয়। এছাড়া এর সাথে জড়িত থাকার অভিযোগে ৩ চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জি এম প্রকৌশলী হাসান শাহ নেওয়াজ জানান, এই চক্রটি গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে পল্লী বিদ্যুৎ-এর লাইনে ব্যবহৃত তার চুরি করে অবৈধভাবে বাজারজাত করে আসছিলো।
এদিকে গ্রেফতারকৃত তিন চোরাকারবারীকে র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পে নেওয়া হয়েছে এবং এই চক্রের বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার লে: কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।
এনএস/কেআই
আরও পড়ুন