ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে তিনবাহিনীর প্রধান

প্রকাশিত : ১৪:২৪, ৯ জুলাই ২০১৯ | আপডেট: ১৪:২৯, ৯ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার তিন বাহিনীর প্রধান আজ মঙ্গলবার কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনে গেছেন।

এতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক ড. বেনজীর আহমেদ।

মঙ্গলবার সকালে বিমানযোগে কক্সবাজারে পৌঁছেন তারা। বেলা ৩টায় রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবেন তারা।

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন এ ব্যাপারে জানান, ‘মূলত রোহিঙ্গা শিবির নিয়ে স্থানীয়দের জনজীবনে যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় এবং শিবিরগুলোতে যাতে উগ্রপন্থী রোহিঙ্গাদের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে না পারে, তা পর্যবেক্ষণ করবেন তিন বাহিনী প্রধান।

তিনি আরও জানান, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসা তিন বাহিনীর প্রধান আজ কক্সবাজারেই রাত্রীযাপন করবেন। আগামীকাল ঢাকায় ফিরবেন তারা। 

তাদের সঙ্গে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খোন্দকার গোলাম ফারুকও থাকবেন।

ঢাকায় ফিরে রোহিঙ্গা শিবিরের চতুর্দিকে বেড়া দেয়াসহ নিরাপত্তাজনিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সুপারিশ করার সম্ভাবনা রয়েছে।

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি