ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

স্বর্ণপদকপ্রাপ্ত খেলোয়াড়দের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের

প্রকাশিত : ১৮:৩০, ৯ জুলাই ২০১৯

বাগেরহাটে জাতীয় পর্যায়ে ভারউত্তোলন প্রতিযোগিতায় স্বর্ণপদকপ্রাপ্ত সাত খেলোয়াড়ের সাথে জেলা প্রশাসক মামুনুর রশীদ মতবিনিময় করেছেন। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিন হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাহনাজ পারভীন, সাতশৈয়া ভারউত্তোলন ক্লাবের প্রতিষ্ঠাতা স্বর্ণপদকপ্রাপ্ত ভারউত্তোলক বিশ্বাস আনিসুর রহমানসহ ওই ক্লাবের স্বর্ণপদকপ্রাপ্ত সাতজন খেলোয়াড় উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মামুনুর রশীদ বলেন, সাতশৈয়া ভারউত্তোলন ক্লাবের সাতজন খেলোয়াড় জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পাওয়ায় বাগেরহাটবাসী গর্বিত। তাদের এ বিরল কৃতিত্বে আমরা অবিভূত। আমরা আশা করি, এ খেলোয়াড়রা আন্তর্জাতিক পর্যায়েও সাফল্যের স্বাক্ষর রাখবে। এ খেলোয়াড়দের জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি