ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ফেনীর মুহুরী নদীর বেড়িবাঁধে ভাঙন, ১৩ গ্রাম প্লাবিত

প্রকাশিত : ১৫:৫৫, ১০ জুলাই ২০১৯

টানা বর্ষণ ও ভারতীয় উজানের পানির চাপে ফেনীর মুহুরী নদীর বেড়িবাঁধের মোট ৯টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে পরশুরাম-ফুলগাজী উপজেলার অন্তত ১৩ গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মুহুরী নদীর পানি বিপদ সীমার ১ দশমিক ৭০ সে. মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

এদিকে, গতকাল মঙ্গলবার বিকাল থেকে পরশুরামের উত্তর শালধর, দূর্গাপুর, রামপুর, উত্তর ধনিকুন্ডা, নোয়াপুর এর পাচঁটি স্থানে বেড়িবাঁধ ভেঙে ৮টি গ্রাম তলিয়ে গেছে, ভেসে গেছে ঘরের আসবাবপত্র ও মাছের ঘের। 

এদিকে, ফুলগাজীর উত্তর দৌলতপুর এর তিনটি এবং শ্রীপুর একটি স্থানে বেড়িবাঁধ ভেঙে ৫টি গ্রাম তলিয়ে গেছে।     

বাঁধ ভেঙে শালধর, ধনিকুন্ডা, চিথলিয়া, রাজষপুর মালিপাথর, নিলক্ষী, দেড়পাড়া, জয়পুর, কিসমত ঘনিয়ামোড়া, দূর্গাপুর, রামপুর ও পশ্চিম ঘনিয়া মোড়া গ্রামসহ ১৩ টি গ্রামের অনেকাংশ প্লাবিত হয়েছে।

ত্রাণ কিংবা কোনও সহযোগিতা চান না ক্ষতিগ্রস্তরা। তারা চান স্থায়ীভাবে বাঁধ নির্মাণ।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল কাদের জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাঙন কবলিত এলাকাগুলো পরিদর্শন করা হচ্ছে। সার্বক্ষণিক যোগাযোগের জন্য উপজেলা প্রশাসন কন্ট্রোল রুম চালু করেছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি