ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মোরেলগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন প্রতিরোধে সভা

প্রকাশিত : ১৮:০৫, ১০ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ও নারী শিক্ষকদেরকে যৌন হয়রানী, ইভটিজিং থেকে নিরাপদ রাখতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কেজি মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ে পৃথক পৃথক সভা করেছেন।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম, ফেরদৌসি আক্তার মুকুল, আব্দুল মালেক হাওলাদার, কৃষ্ণ কান্ত হালদারসহ অন্যন্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়গুলোতে নারী শিক্ষকদের প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি প্রতিমাসে দু’বার সভা করবে। অভিভাবক ও ছাত্রীদের নিকট থেকে ইভটিজিং ও যৌন নিপীড়নের বিষয়ে সচেতন করবে এবং খোঁজখবর নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি