ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রিফাত হত্যা মামলার ৬ নাম্বার আসামী গ্রেফতার

প্রকাশিত : ২৩:১৪, ১১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত ৬ নাম্বার আসামী আল কাইয়ূম ওরফে রাব্বি আকন কে গ্রেফতার করেছে পুলিশ।

রাত সাড়ে নয়টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার মারুফ হোসেন জানান, রাত পৌনে নয়টার দিকে রাব্বি আকন কে গ্রেফতার করে পুলিশ। এপর্যন্ত এই মামলায় এজাহারভুক্ত ৬ জন এবং সন্দেহজনক ৭ জন মোট ১৩ জন আসামী গ্রেফতার করেছে পুলিশ এবং মামলার প্রধান আসামী নয়ন বন্ড বন্দুক যুদ্ধে নিয়ত হয়।

এপর্যন্ত রিফাত হত্যার ঘটনায় রাফিউল ইসলাম রাব্বি, মো. অলিউল্লাহ অলি, তানভীর হোসেন, চন্দন, হাসান, সাগর ও নাজমুল হাসান হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। আর রিমান্ডে রয়েছে রিফাত ফরাজী, টিকটক হৃদয়, আরিয়ান শ্রাবন ও সাইমুন।

আরকে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি