ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

পদ্মাসেতু নিয়ে ফেসবুকে গুজব, কুমিল্লায় যুবক আটক

প্রকাশিত : ১৪:২৬, ১২ জুলাই ২০১৯ | আপডেট: ১৪:২৭, ১২ জুলাই ২০১৯

‘এক লক্ষ শিশুর মাথা কেটে তৈরি হচ্ছে পদ্মা সেতু’ ফেসবুকে এমন গুজব ছড়ানোর অভিযোগে কুমিল্লার লাকসাম উপজেলায় হায়াতুন্নবী নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

শুক্রবার ভোরে উপজেলার আশাথী গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে।

র‌্যাব জানায়, পদ্মাসেতু নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে জনমনে আতংক ছড়ানোর অভিযোগে কুমিল্লাস্থ র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার প্রণব কুমারের নেতৃত্বে শুক্রবার ভোরে জেলার লাকসামে অভিযান পরিচালনা করা হয়। এসময় হায়াতুন্নবীকে প্রযুক্তির সহায়তায় তার বাড়ি থেকে আটক করা হয়।

কোম্পানি কমান্ডার প্রণব কুমার জানান, সে ‘নবী লাকসাম’ নামক একটি ফেসবুক আইডি ব্যবহার করে জনমনে আতংক সৃষ্টি করতে পদ্মা সেতু নিয়ে গুজব ছড়িয়েছে। এমন অভিযোগে তাকে আটক করা হয়েছে। এছাড়া ফেসবুকের এ আইডি ব্যবহার করে বিভিন্ন সময়ে সে সরকারবিরোধী অপপ্রচার চালিয়ে আসছিল।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি