ঢাকা, শনিবার   ২৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কাপ্তাইয়ে পাহাড় ধসে ২ জনের মৃত্যু

প্রকাশিত : ১৪:০৩, ১৩ জুলাই ২০১৯ | আপডেট: ১৪:১৩, ১৩ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ভারী বৃষ্টিপাতের কারণে রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় পাহাড় ধসে অটোরিকশার দুই যাত্রীর মুত্যু হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে ওই পথ ধরে যাচ্ছিলেন তারা। এসময় হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, অটল বড়ুয়া (৫০) ও সুজয় মং মারমা (৫০)। উভয়ের বাড়ি চট্রগামের রাউজানে।

কাপ্তাই থানার পরিদর্শক নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছিল। বৃষ্টির মধ্যে ওই এলাকায় রায়খালি-বান্দরবান সড়কের পাশে একটি পাহাড় আংশিক ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

রাঙামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পাঠানো হয়েছে। চলাচলে যাতে বিঘ্ন না হয়, সে জন্য ভেঙে পড়া পাহাড়ের অংশ সরিয়ে ফেলার চেষ্টা চলছে।

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি