ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

পাবনায় বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

প্রকাশিত : ১৯:৩০, ১৩ জুলাই ২০১৯

পাবনার বেড়া উপজেলায় বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার(১৩ জুলাই) বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার চাকলা ইউনিয়নের পাচুরিয়া গ্রামের মুতালেব সরদার(৫৫),তার দুই ছেলে ফরিদ সরদার(২২) ও শরিফ সরদার (১৮) এবং একই গ্রামের রহম আলী(৫৫)।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার সময় তারা পাচুরিয়া স্কুল মাঠের পাশে ডোবায় পাট জাগ দিচ্ছিলেন।এ সময় মুষলধারে বৃষ্টির মধ্যে তাদের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি