বন্যার্ত দু’শতাধিক পরিবারেরকে সুনামগঞ্জ পুলিশের খাবার বিতরণ
প্রকাশিত : ১২:৪২, ১৪ জুলাই ২০১৯
সুনামগঞ্জ জেলা পুলিশের বিশেষ উদ্যোগে বন্যা কবলিত আরও দুই শতাধিক পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শনিবার তাহিরপুরের ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কার্যালয় ও থানা ভবনে পৃথকভাবে বন্যার্ত পরিবারগুলোর মধ্যে এসব খাবার বিতরণ করা হয়।
সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খানের বিশেষ উদ্যোগে জেলা পুলিশের আয়োজনে তাহিরপুর থানা ভবনে শতাধিক বর্ন্যাত পরিবারের হাতে খাবারের ব্যাগ তুলে দেন তাহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান। এ সময় থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন, দীপঙ্কর, গোলাম মোস্তফা, আরিফ রব্বানীসহ পুলিশ সমস্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কার্যালয়ে শনিবার বিকেলে দুধের আউটা, বালিয়াঘাট, সড়কপাড়া, বিন্নারবন্দ, নালেরবন্দ, পুটিয়া, লেদারবন্দ, ট্যাকেরঘাট, লাকমা, লালঘাট, বাঁশতলা, গ্রামের শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে শুকনো খাবারের ব্যাগ তুলে দেন ট্যাকের ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক মো. কবির হোসেন। এ সময় উপজেলার মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. রৌজ আলী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র (বিএমএস) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাবিব সরোয়ার আজাদ, সাংবাদিক রাজন চন্দ, সাংবাদিক আবুল কাসেম, ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির সদস্যগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিতরণকৃত এসব শুকনো খাবারের মধ্যে রয়েছে ২ কেজি চাল, ২ কেজি চিড়া, ১ কেজি ডাল, ১ কেজি গুড়, ১ লিটার সয়াবিন তেল। এর আগে পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান জেলা পুলিশের মানবিক উদ্যোগে বন্যা কবলিত হাওর তীরবর্তী ও সীমান্ত জনপদের তাহিরপুরের বিভিন্ন গ্রামে শুকনো খাবার বিতরণ করেন।
এমএস/
আরও পড়ুন