ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

আদালতে রিফাত হত্যা মামলার ৮ আসামি

প্রকাশিত : ১৪:১০, ১৫ জুলাই ২০১৯ | আপডেট: ১৫:২০, ১৫ জুলাই ২০১৯

বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া ৮ আসামিকে আদালতে হাজির করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে হাজির করা হয়। 

আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী আগামী ৩১ জুলাই মামলার পরবর্তী তারিখ ধার্য্য করে আসামিদের জেল হাজতে প্রেরন করেছেন। এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া রাতুল সিকদার নামে এক আসামি ১৮ বছরের কম হওয়ায় তাকে সেফহোমে পাঠানোর কারনে আজকে তাকে আদালতে হাজির করা হয়নি। 

রাতুল সিকদার বরগুনা এফএম স্কুলের নবম শ্রেণির ছাত্র। এ মামলায় চারজন আসামি কে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। 

এ পর্যন্ত এই মামলায় এজাহারভুক্ত ৬ জন এবং সন্দেহভাজন ৭ জন মোট ১৩ জন আসামি গ্রেফতার করেছে পুলিশ এবং মামলার প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিয়ত হয়। 

রিফাত হত্যার ঘটনায় রাফিউল ইসলাম রাব্বি, মো. অলিউল্লাহ অলি, তানভীর হোসেন, চন্দন, হাসান, সাগর, নাজমুল হাসান, টিকটক হৃদয় ও রাতুল সিকদার হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 

এমএইচ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি