দোহারে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
প্রকাশিত : ১৮:৩৫, ১৫ জুলাই ২০১৯ | আপডেট: ১৮:৪৬, ১৫ জুলাই ২০১৯
‘আমাদের অঙ্গীকার মাদকমুক্ত পরিবার’ এই শ্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলার লটাখোলা বিলেরপাড় এলাকাবাসীর উদ্যোগে সোমবার দুপুরে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক যুব সমাজকে ধ্বংস করে। মাদকের ভয়াবহতা সমাজে ব্যাপক। এ সমাজকে মাদকমুক্ত করতে হলে শুধু পুলিশ প্রশাসনের উপর নির্ভর করলে চলবে না। পুলিশকে সহযোগীতা করতে হবে। জনগণ ও পুলিশ প্রশাসন একত্রে কাজ করলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক শরীফ হাসান, দোহার থানা উপ-পরিদর্শক সৌমেন মিত্র, আওয়ামী লীগ নেতা টিটু ভূঁইয়া, বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাশেদ চোকদার, আব্দুল মালেক বেপারী।
লটাখোলা এলাকার আব্দুল করিম ও মো. কায়েসের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠান পরিচালনা করেন রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. শাখাওয়াত হোসেন।
কেআই/
আরও পড়ুন