ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

এবার প্রেমের টানে লক্ষ্মীপুরে মার্কিন নারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ১৭ জুলাই ২০১৯

প্রেম মানেনা কোন ধর্ম বর্ণ বা দেশ। আবার সেই কথাই প্রমাণ করে সুদূর আমেরিকা ছেড়ে বাংলাদেশি যুবকের প্রেমে পড়ে দেশ ছেড়েছেন মার্কিন নারী সারলেট। লক্ষ্মীপুরের সোহেল হোসেনের প্রেমে পড়ে তিনি এসেছেন বাংলাদেশে।  

জানা যায়, সারলেটের বাড়ি আমেরিকার নিউজার্সিতে। ২০১৩ সালে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয়। এরপর বন্ধুত্ব ও প্রেম। আর এই প্রেমের টানেই সব প্রতিবন্ধকতা অতিক্রম করে নিজ দেশ ছেড়ে বাংলাদেশে এলেন মার্কিন নারী সারলেট।

ঘর বাঁধলেন লক্ষ্মীপুর সদরের দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সফিক উল্যাহর ছেলে সোহেল হোসেনের সাথে। দুইদেশের দুই সংস্কৃতি থাকলেও শেষ পর্যন্ত ভালবাসারই জয় হয়েছে। উভয়ের পরিবার মেনে নেয়ার পর গত ১২ জুলাই বাংলাদেশে আসেন সারলেট। 

১৬ জুলাই মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় তাকে। বিয়ের পর মার্কিন নববধূকে দেখতে ভিড় করেন এলাকার হাজার হাজার মানুষ।

এনএম


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি