ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে নিখোঁজ এক যাত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ১৭ জুলাই ২০১৯ | আপডেট: ২০:০০, ১৭ জুলাই ২০১৯

সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঘাটিনা রেল সেতু ব্রিজে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার সকালে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি লোকাল ট্রেনের ছাদে অবস্থানরত ঐ যুবক সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে পানিতে পড়ে যান।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাদির হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসার পর অনেক খোঁজাখুঁজি করার পরও তার সন্ধান পাওয়া যায়নি। তবে নিখোঁজের উদ্ধার করার জন্য রাজশাহী থেকে খুব ডুবুরী দল আসছে।

এমএস/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি