ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে বাঁধ ভেঙ্গে পানিবন্দি তিন শত পরিবার

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৫৭, ১৭ জুলাই ২০১৯ | আপডেট: ২০:৫৯, ১৭ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

যমুনার পানির চাপে সিরাজগঞ্জের কাজিপুরে জেলা পরিষদের বিকল্প রিং বাঁধ ভেঙ্গে ৩টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে ৩ শতাধিক পরিবার। পানিবন্দি লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে উদ্ধার অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এতে কাজিপুর-ধুনট সড়কের আধা কিলোমিটার এলাকা ডুবে গেছে। 

জানা যায়, যমুনার নদীর পানির চাপে বুধবার ভোর রাতে মেঘাই আটাপাড়া রিং বাঁধে ভাঙ্গন শুরু হয়। মুহুর্তেই বাঁদের প্রায় ৬০ মিটার অংশ ভেঙ্গে যায়। এতে লোকালয়ে পানি প্রবেশ করলে ৩টি গ্রাম মুহুর্তেই পানিতে তলিয়ে যায়। ইতোমধ্যে গ্রামগুলোর ৩ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি মানুষ ও পশুপাখি উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। 

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী জানান, রাতে হঠাৎ করেই বাঁধটি ভেঙ্গে পড়ায় পাশের গ্রামগুলো প্লাবিত হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস পানিবন্দি মানুষদের নিরাপদে সরিয়ে নিতে উদ্ধার অভিযান শুরু করে। 

অন্যদিকে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে গত ২৪ ঘন্টায় ২০ সেন্টিমিটার বেড়ে ৬৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে।

এমএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি