ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

গাজীপুরে ই-ট্রাফিক সেবা উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৫, ১৭ জুলাই ২০১৯

গাজীপুরে গাড়ি চালকদের হয়রানী রোধে এবং দুর্নীতি মুক্ত ট্রাফিক ব্যবস্থার লক্ষ্য ই-ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। বুধবার বিকেলে এ সেবার উদ্বোধন করেন ঢাকা রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. হাবিবুর রহমান।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুরের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি হাবিবুর রহমান বলেন, ‘চালক এবং মালিকদের গাড়ির কাগজপত্র নিয়ে হয়রানী রোধ, জাল কাগজপত্র সনাক্ত এবং দুর্নীতি রোধে ই-ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে ট্রাফিক পুলিশ গাড়ির কাগজপত্র সহজে যাচাই-বাছাই করতে পারবে। এছাড়াও জরিমানা করা হলে দ্রুত পরিশোধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে।’

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীপুরের আব্দুল আওয়াল কলেজের মাঠে মাদক,নারী নির্যাতন ও জঙ্গিবাদবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এমএস/কেআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি