ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে গৃহবধুর উপর দুর্বৃত্তদের এসিড নিক্ষেপ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২২, ১৭ জুলাই ২০১৯

সিরাজগঞ্জের কামারখন্দে এক গৃহবধুর মুখে এসিড নিক্ষেপ করে ঝলসে দিয়েছে দর্বৃত্তরা। এতে তার মুখ, পিঠ ও হাত এসিডে দগ্ধ হয়। বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঐ গৃহবধুর স্বামী।

জানা যায়, মঙ্গলবার রাতে নিজ ঘরের দরজার পাশে বসে খাচ্ছিলেন আঙগুরী খাতুন (১৯)। এ সময় হঠাৎ অজ্ঞাত এক ব্যক্তি এসে তার মুখে এসিড ছুঁড়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আঙ্গুরী খাতুন উপজেলার ভদ্রঘাটের ওদাগাছী গ্রামের তাঁত শ্রমিক শাহাদত হোসেনের স্ত্রী।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. শামীমুল ইসলাম জানান, ভূক্তভোগী গৃহবধুর শরীরের প্রায় ৮ থেকে ১০ শতাংশ ঝলসে গেছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, ‘গৃহবধুর শরীরে এসিড নিক্ষেপ করা হয়েছে বলে শুনতে পেয়েছি। তবে এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি