ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

 ছেলে ধরা সন্দেহে দুইজনকে গণপিটুনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ২০ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

গাজীপুরে ছেলে ধরা সন্দেহে এক নারীকে গণপিটুনিতে আহত করেছে স্থানীয়রা। চান্দনা চৌরাস্তা এলাকায় ছেলে ধরা সন্দেহে তাকে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ওই নারীর নাম মমতাজ খাতুন। তিনি নেত্রকোনার দুর্গাপুর এলাকার আবদুল আলীমের স্ত্রী।

জিএমপির বাসন থানার ওসি জানান, চান্দনা চৌরাস্তা এলাকায় রাস্তায় ওই নারীকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা তাকে আটক করে। পরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেয় তারা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠানো হয়। গণপিটুনির শিকার ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে জানান ওসি।

অপরদিকে কালিয়াকৈর এর লতিফপুর এলাকায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে একজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।

এনএম/কেআই

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি