ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কিশোরী ধর্ষণ চেষ্টা মামলায় অভিযুক্ত আটক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫১, ২০ জুলাই ২০১৯

দিনাজপুরের নবাবগঞ্জে কৌশলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্তকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। শুক্রবার নবাবগঞ্জ উপজেলার নন্দনপুর গ্রামে এই ঘটনা ঘটে।

উপজেলার ২নং বিনোদ নগর ইউনিয়নের চেয়ারম্যান মো.মনোয়ার হোসেন জানান, শুক্রবার সকালে নন্দনপুর গ্রামে আমিরুল ইসলামের পুত্র সাকিবুল ইসলাম শুভ (১৯) একই গ্রামের ১৪ বছরের এক কিশোরীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে মেয়েটির আর্ত-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে অভিযুক্ত শুভকে হাতেনাতে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই শাহিনুর ইসলাম জানান, ঘটনার পর কিশোরীর নানী আলেয়া বেগম বাদী হয়ে সাকিবুল ইসলাম শুভকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার অভিযোগে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্তকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) মো. শামসুল আলম জানান, সঠিক ও নিরপেক্ষ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। 
এনএস/কেআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি