ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মৌলভীবাজারে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ২১ জুলাই ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জের দেওড়াছড়া চা বাগান এলাকায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তি নিহত হয়েছেন। শনিবার রাত ১০টায় দেওড়াছড়া চা বাগান এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, দেওড়াছড়া চা বাগানের নিমতলা এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরিচয় জানতে চাইলে সঠিক কোন উত্তর দিতে না পারায় ছেলেধরা সন্দেহে তাকে গনপিটুনি দেন বাগান শ্রমিকরা।

পরে বাগান কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে কার্যালয়ের একটি কক্ষে রেখে পুলিশকে খবর দেয়। এর মধ্যেও উত্তেজিত কয়েক শত শ্রমিক ঐ কক্ষের দরজা জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তাকে ফের গনপিটুনি দেয়। এ সময় শ্রমিকদের নিবৃত্ত করে বাগান কর্তৃপক্ষ ঐ ব্যাক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি