ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রিয়া সাহার বিরুদ্ধে নেত্রকোনায় রাষ্ট্রদ্রোহ মামলা

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৩, ২১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন বিষয়ে মিথ্যাচার করায় প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।

রোববার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতে মামলাটি দায়ের করেন তরুণ আওয়ামী লীগ নেতা এ কে এম আজহারুল ইসলাম অরুণ। 

এ সময় মামলার বাদী অরুণ প্রিয়া সাহাকে দেশে এনে তার শাস্তির দাবি জানান। 

এ ব্যাপারে মামলার আইনজীবী এডভোকেট সিবলী সাদিক অপু বলেন, আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পরে আদেশ দিবেন বলে জানিয়েছেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি