ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ছেলেধরা ও পদ্মাসেতু গুজব নিয়ে সচেতনতামূলক সভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১০, ২১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ছেলেধরা, পদ্মাসেতু বিষয়ক গুজব ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরনের অপপ্রচার এবং মাদক অপব্যবহার রোধে নেত্রকোনায় সচেতনতামূলক মতবিনিময় সভা হয়েছে। রোববার সকালে জেলা পুলিশের উদ্যোগে নেত্রকোনা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোঃ  সিরাজুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতিতে সভায় বক্তব্য রাখেন- নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফকরুজ্জামান জুয়েল, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পালসহ অন্যরা।
  
বক্তারা বলেন, ছেলেধরা ও পদ্মাসেতু বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে অপপ্রচার শুরু হয়েছে তা গুজব ছাড়া কিছুই না। এ ব্যাপারে গুজব না ছড়াতে ও সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। 

এনএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি