ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গোবিন্দগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৫, ২১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্যার পানিতে ডুবে মো. নিশাত রহমান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২১ জুলাই) বিকালে উপজেলার গুমাণীগঞ্জ ইউনিয়নের খরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।  জানা গেছে, নিহত শিশু নিশাত উপজেলার খরিয়া গ্রামের কুয়েত প্রাবাসী শাহ আলমের পুত্র। 

স্থানীয়রা জানান, রোববার দুপুর ১টার দিকে শিশু নিশাতের মা তার ছেলেকে বাড়ির উঠানে বসিয়ে রেখে উঠান ঝাড়ু দিচ্ছিলেন। হঠাৎ নিশাতকে সেখানে দেখতে না পেয়ে বাড়ির চারপাশে এবং প্রতিবেশীর বাড়িতেও খোঁজাখুঁজি করেন। খোঁজখুজির এক পর্যায়ে বিকাল ৩টার দিকে বাড়ির পাশে খালে আসা বন্যার পানিতে শিশুটিকে ভাসতে দেখে এলাকাবাসী।

তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোবিন্দগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে পাশের গ্রামের বাসিন্দা মামুনুর রশীদ মামুন জানিয়েছেন, গোবিন্দগঞ্জ শহর হতে খরিয়া গ্রামের উপর দিয়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ কিছু লোকের কান্নাকাটি শুনে এগিয়ে গিয়ে কুয়েত প্রবাসী শাহ আলমের পুত্র পানিতে ডুবে মারা গেছে বলে জানতে পারি। মৃতদেহটি গামছা দিয়ে ঢাকা এবং পাশে মাসহ স্বজনদের কাঁদতে দেখা যায়।

এনএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি