ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন শার্শার সুমাইয়া

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০১, ২১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের শার্শায় পর পর তিনটি পুত্র সন্তান জম্ম দিলেন সুমাইয়া খাতুন নামের এক প্রসূতি নারী। রোববার বিকাল ৪টা ৪০ মিনিটে উপজেলার বাগআঁচড়া জোহরা ক্লিনিকে এই ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আধা ঘন্টার সফল অস্ত্রপচারের মাধ্যমে এই তিন সন্তানের জন্ম দিতে সক্ষম হন সুমাইয়া খাতুন। তিনি উপজেলার বসতপুর গ্রামের জিয়ারুল ইসলামের স্ত্রী।
 
সুমাইয়ার স্বামী ও জোহরা ক্লিনিকের কর্তব্যরত ডাক্তার হাবিবুর রহমান জানান, প্রসূতি মা এবং বাচ্চা তিনটি সকলেই সুস্থ আছে। 

এদিকে একইসঙ্গে তিন তিনটি পুত্র সন্তান জন্ম দেওয়ায় এলাকার উৎসুক লোকজন বাচ্চাগুলোকে এক নজর দেখার জন্য ক্লিনিকে ভিড় করছে বলে জানা গেছে।

এনএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি