ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

সব বন্যা দুর্গতরা ত্রাণ পাওয়ার যোগ্য নয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৯, ২২ জুলাই ২০১৯ | আপডেট: ১৮:৩১, ২২ জুলাই ২০১৯

ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা.মো.এনামুর রহমান বলেছেন, লাখ লাখ মানুষ বন্যা কবলিত হলেও সবাই ত্রাণ পাওয়ার যোগ্য নয় কারণ যাদের সামর্থ্য আছে, তাদের ত্রাণের প্রয়োজন নেই এবং তারা ত্রাণ নেন না। আর যারা দরিদ্র তাদের ত্রাণের সমস্যা হচ্ছে না। বন্যাকবলিত জেলাতেই মনিটরিংয়ের মাধ্যেমে প্রয়োজনীয়তা জানার সঙ্গে সঙ্গে যখন যা প্রয়োজন সেটাই বরাদ্ধ করা হচ্ছে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইঝবাড়ীতে বানভাসী মানুষদের মাঝে ত্রাণ বিতরন করতে এসে এসব কথা বলেন।

তিনি আরও বলেন,অন্যন্য বছরের চেয়ে এবার ত্রাণ বিতরণ কার্যক্রম এবার সুষ্ঠ হয়েছে এবং গতিশীল হয়েছে। যে কারণে এ পর্যন্ত একটি মানুষও না খেয়ে মারা যায়নি নাই। যে কয়দিন মানুষ ঘরে ফিরে যাবে না সেই কয়দিন ত্রাণ তৎপরতা অব্যহত থাকবে। বন্যা পরবর্তীতে দরিদ্র ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন ব্যবস্থা করা হবে।

এ সময় প্রাণি সম্পদ উপমন্ত্রী এনামুর রহমান শামিম, বগুড়ার ধুনট-শেরপুর আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান, ত্রাণ ও দুযোগ ব্যবস্থা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল,পানি উন্নয়ন বোডের প্রধান প্রকৌশলী মোতাহার হোসেন, জেলা প্রশাসক ড. মো. ফারুক আহম্মাদসহ স্থানীয় প্রশাসনের ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে দুই মন্ত্রী স্পিট বোট যোগে কাজিপুর উপজেলার কয়েকটি চরাঞ্চলের ভানভাসীদের খোঁজখবর নেন।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি