ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ২ জলদস্যু নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ২৩ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

বাগেরহাটের সুন্দরবনে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ জলদস্যু নিহত হয়েছেন। র‍্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ভোরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ জংড়া খাল এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব কর্মকর্তা জানান, মঙ্গলবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে সুন্দরবনে অভিযান চালায় র‍্যাব-৮। চাঁদপাই রেঞ্জের জোংড়া খাল এলাকায় পৌঁছালে দস্যুরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে দস্যুরা পিছু হটে। ভোরে বন তল্লাশি করে গুলিবিদ্ধ দুই জলদস্যুর লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন জলদস্যু খালেক বাহিনীর প্রধান খালেক বলে শনাক্ত করা হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি