ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

পাবলিক সার্ভিস ডে উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৬, ২৩ জুলাই ২০১৯

কুমিল্লায় জাতীয় পাবলিক সার্ভিস ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে। মঙ্গলবার সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমি থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। 

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় অতিরিক্ত জেলাপ্রশাসক কায়জার মোহাম্মদ ফরাবীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জাহিদ হোসেন সিদ্দীকী। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনসহ অন্যন্যরা।

এনএম
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি