ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাবিতে অধিভূক্তকরণের দাবিতে গবির শিক্ষার্থীদের মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪২, ২৩ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ফিজিও থেরাপি বিভাগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত করণসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে উপজেলার বাইশমাইল ঘোড়াপীর মাজার এলাকায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন,গণ বিশ্ববিদ্যালয়ের ফিজিও থেরাপি বিভাগকে কলেজ বা ইনস্টিটিউট হিসেবে ঢাবির অধিভুক্ত করা, শর্ত মেনে মেধাবী শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করা, গ্রাজুয়েট ফিজিও থেরাপি চিকিৎসকের তত্ত্বাবধায়নে ইর্ন্টানির ব্যবস্থা করা ও আধুনিক ফিজিও থেরাপি চিকিৎসা উপকরণ সমৃদ্ধ ল্যাবের ব্যবস্থা করতে হবে।

তারা আরও বলেন, বাংলাদেশের সকল ফিজিও থেরাপি শিক্ষা প্রতিষ্ঠান পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কিন্তু একমাত্র গণবিশ্ববিদ্যালয়ের ফিজিও থেরাপি বিভাগ আইন বর্হি:ভূতভাবে পরচালিত হচ্ছে। তাই দ্রুত গণবিশ্ববিদ্যালয়ের ফিজিও থেরাপি বিভাগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষার্থীরা।

কেআই/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি