ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০২, ২৩ জুলাই ২০১৯

সিরাজগঞ্জের চৌহালীতে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মরিয়ম খাতুন (৮) উপজেলার চরকুকরী পশ্চিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ও কুকরী কলেজ পাড়া মহল্লার বাবু সিকদারের মেয়ে।

চৌহালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার ও নিহতের ভাই আরিফুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে মরিয়ম তার সহপাঠিদের সঙ্গে বাড়ির পাশে যমুনার খালে গোসল করতে যায়। তখন সবার অজান্তে তলিয়ে যায়। বিকেলের দিকে লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। এ ঘটনায় এলাকাজুড়ে শোক বিরাজ করছে।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি