ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শ্রীপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে, হতাহত ৭ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১১, ২৩ জুলাই ২০১৯

গাজীপুরের শ্রীপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।মঙ্গলবার দুপুরে ঢাকা-কাপাসিয়া সড়কের শ্রীপুরের রাজাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ঢাকা কাপাসিয়া সড়কের শ্রীপুরের রাজাবাজার এলাকায় ভাওয়াল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে একজন নিহত ও ৬ জন আহত হয়।পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

নিহতের মধ্যে একজন গাড়ির হেলপার ও অপরজন গাড়ির যাত্রী।আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

এনএস/কেআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি