ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টাঙ্গাইলে ছেলেধরা সন্দেহে গণপিটুনি, গ্রেফতার ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৭, ২৩ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

টাঙ্গাইলের কালিহাতীতে ছেলেধরা সন্দেহে মিনু মিয়া নামে এক ভ্যান চালককে গণপিটুনির অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় জেলা পুলিশ।

টাঙ্গাইল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, গত ২১ জুলাই বিকেলে কালিহাতীর সয়া হাটে ভ্যান চালক মিনু মিয়া মাছ ধরার জাল কিনতে যায়। এক পর্যায়ে জনতা ছেলেধরা সন্দেহে গণপিটুনি তাকে দেয়। পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। 

এ বিষয়ে মিনু মিয়ার ভাই রাজিব হোসেন বাদি হয়ে কালিহাতী থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করলে পুলিশ মঙ্গলবার ভোরে ছয়জনকে গ্রেফতার করে। 

পুলিশ আরও জানায়, এই মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

এনএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি