ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৌলভীবাজারে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৮, ২৩ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

মৌলভীবাজারে হত্যা মামলায় এক আসামীর যাবজ্জীবন সাজা ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ শেখ মো. আবু তাহের এই রায় দেন।

মৌলভীবাজার জজ কোর্টের পিপি অ্যাড. এএসএম আজাদুর রহমান জানান, রাজনগর উপজেলার কান্দিগাঁও গ্রামের কলমদর উল্লার ছেলে ফজল উল্লার (৩৫) কাছ থেকে পার্শবর্তী শাহাপুর গ্রামের ওসমান মিয়ার দুই ছেলে এক হাজার করে দুই হাজার টাকা ধার  নেন। ২০০১ সালে পাওনা টাকা আদায়ে তাদের বাড়িতে ফজল উল্লা যাওয়ার পর কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে দুই ভাই। পরে আহতবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে  তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের শুশুর ফরাসত উল্লা বাদী হয়ে মাখন মিয়া ও লেজু মিয়া দুই ভাইকে আসামী করে রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ বিচারিক কার্য শেষে আদালত মাখন মিয়া (৬৫)কে যাবজ্জীবন সাজা ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।  অপর আসামী লেজু মিয়াকে খালাস দেন। আসামী মাখন মিয়া জেল হাজতে রয়েছেন।

এনএম/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি